কিভাবে রাতকানা রোগের কারণ ও চিকিৎসা নিশ্চিত করবেন - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Sunday, September 13, 2020

কিভাবে রাতকানা রোগের কারণ ও চিকিৎসা নিশ্চিত করবেন

রাতকানা

ভিটামিন '' এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরোফথ্যালমিয়া নামক রোগ হয় ভিটামিন এর অভাব পূরণ না হলে রোগটির মাত্রা তীব্রতা বাড়তে থাকেজেরোফথ্যালমিয়ার সাত থেকে আটটি মাত্রা রয়েছে, যার সর্বনিম্ন মাত্রা হচ্ছে রাতকানা সাধারণত দুই থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে রোগ বেশি দেখা দেয় এতে চোখের সংবেদী 'রড' কোষগুলো ক্ষতিগ্রস্থ হয় স্বল্প আলোতে ভালো দেখতে পায় না চোখে সবকিছু ঝাপসা দেখা যায় রোগটা বেড়ে গেলে কর্নিয়া ঘোলাটে হয়ে যায় রাতকানা দশা থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম মাত্রায়  জেরোফথ্যালমিয়া  ভিটামিন সহ কিছু ঔষধ প্রয়োগে ভালো হয় কিন্তু রোগ চূড়ান্ত মাত্রায় বা তার কাছাকাছি পৌঁছে গেলে কর্নিয়া প্রতিস্থাপন অস্ত্রোপচার ছাড়া আর তেমন কিছু করার থাকে না


এই রোগ প্রতিরোধের জন্য ভিটামিন '' সমৃদ্ধ খাবার যেমন :- মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাক-সবজি, রঙিন ফল সবজি (পাকা আম, কলা, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি) মলা-ঢেলা মাছ খাওয়া উচিত   


No comments:

Post a Comment

Post Top Ad