সর্পগন্ধার ঔষধি গুনাগুন, ব্যবহার, উপকারিতা ও অপকারিতা - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Saturday, August 1, 2020

সর্পগন্ধার ঔষধি গুনাগুন, ব্যবহার, উপকারিতা ও অপকারিতা

 

উৎস : ভারতবর্ষে সর্বত্র জন্মে বাংলাদেশেও প্রচুর জন্মে কোথাও কোথাও চাষ করা হয় ডিসেম্বর - জানুয়ারী মাসে মাটি খুঁড়ে শেকড় তোলা হয় শেকড়গুলি পানিতে ভালভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করা হয় চীন দেশের পঞ্চাশটি মৌলিক ভেষজ উদ্ভিদের মধ্যে সর্পগন্ধা একটি


সর্পগন্ধা : সর্পগন্ধা একটি বহুবর্ষজীবী বিরুৎ প্রতি পর্বে সাধারণত ৩টি পাতা থাকেবর্ষায় ফুল ফল হয়, ফল পাকলে কালো হয়


ব্যবহার্য অংশ : মূল বা ফলের রস

ব্যবহার  : যে বাড়ীতে সর্পগন্ধা গাছ  থাকে সে বাড়ীতে সাপ আসে না গাছের মূল নানা প্রকার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সর্পগন্ধার মূলের বা ফলের রস উচ্চ রক্তচাপে ব্যবহৃত  হয় দৈহিক দুবর্লতা মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয় পাগলের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয় সর্পগন্ধার মূল চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ঘুম ভাল হয় সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও বেশ উপকারী উদ্ভিদ


ক্ষতিকর  : তবে ব্যবহার সাপেক্ষে এটির নানান ক্ষতিকর দিক রয়েছে উদাহরণস্বরূপ ব্রঙ্কাইটিস (শ্বাসনালীর ভিতরের আবৃত প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে ), হাঁপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার বেশ ক্ষতিকর


No comments:

Post a Comment

Post Top Ad