অজীর্ণতা কি এবং নিয়ন্ত্রণ - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Friday, September 18, 2020

অজীর্ণতা কি এবং নিয়ন্ত্রণ

 

অজীর্ণতাকে আমরা বদহজমও বলে থাকি নানা কারণে বদহজম হয় বা হজমে ব্যাঘাত ঘটে যেমনঃ পাকস্থলীতে সংক্রমণ, বিষন্নতা, অগ্ন্যাশয় রোগ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি

পেটের উপরের দিকে ব্যাথা, পেট ফাঁপা, পেট ভরা মনে হওয়া, বুজে জ্বালা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, বুক ব্যাথা, টক ঢেঁকুর উঠা এগুলো অজীর্ণতার লক্ষণ পাকস্থলী বা অন্ত্রের আলসারের কারণেও হজমেও অসুবিধা দেখা দিতে পারে একে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে থাকে, যদিও সঠিক নামটি হলো পেপটিক আলসার

অজীর্ণতা নিয়ন্ত্রণ করার জন্য যা করতে হবে তা হলো : অতি ভোজন না করা, আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাওয়া, ধূমপান পরিহার করা, প্রয়োজনে অজীর্ণতার কারণ বের করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া মনে রাখতে হবে বদহজম, পেপটিক আলসার প্রভৃতি সমস্যার সাথে অনেক সময় হার্ট এট্যাকের লক্ষণের মিল থাকে তাই চল্লিশোর্ধে বয়সে যদি একদিন হটাৎ করে বদহজমের মতো অসুবিধা শুরু হয় এবং প্রচলিত ঔষধে তার উপশম না হয়, তাহলে দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে কারণ সেক্ষেত্রে তা বদহজম না হয়ে হার্ট এট্যাকও হতে পারে  


No comments:

Post a Comment

Post Top Ad