বাতজ্বরের কারণ ও চিকিৎসা - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Sunday, September 13, 2020

বাতজ্বরের কারণ ও চিকিৎসা

 

বাতজ্বর

স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহ, ফুসকুঁড়িযুক্ত সংক্রামক জ্বর, টনসিলের প্রদাহ অথবা মধ্য কর্ণের সংক্রামক রোগ বাতজ্বরের উল্লেখযোগ্য লক্ষণ সাধারণত শিশুকালেই রোগের আক্রমণ শুরু হয় এবং দেহের অনেক অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে হৃৎপিন্ড আক্রান্ত হয় হৃৎপিন্ড যদি রোগে পূর্ণভাবে আক্রান্ত না হয়, হৃৎপেশি এবং হৃৎপিণ্ডের কপাটিকা বা ভালভ অনেক সময় ক্ষতিগ্রস্থ হয় ফলে হৃৎপিন্ড যথাযথভাবে রক্ত পাম্প করতে সক্ষম হয় না এবং দেহে রক্ত প্রবাহের পরিমান কমে যায়

শুরুতেই রোগটি নির্ণয় করা  না হলে বা সঠিক চিকিৎসা না হলে পরে রোগের প্রকোপ বেড়ে গেলে ওজন হ্রাস, রক্তস্বল্পতা, ক্লান্তি, ক্ষুধামান্দ্য, চেহারায় ফ্যাকাশে ভাব ইত্যাদি দেখা দেয় এবং রোগের উপস্থিতি অগ্রাহ্য করার আর উপায় থাকে না পরবর্তী সময়ে অস্থিসন্ধিতে ব্যাথা, ফুলে যাওয়া এবং ত্বকে লালচে রঙ দেখা দেয় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে পেনিসিলিন জাতীয় ঔষধ যথাযথভাবে প্রয়োগে রোগের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায় অনেক চিকিৎসক, আক্রান্ত ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়সে না পৌঁছানো পর্যন্ত নিয়মিতভাবে পেনিসিলিন খাবার পরামর্শ দেন  


No comments:

Post a Comment

Post Top Ad