পারকিনসন রোগ কি ও উপসর্গ - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Tuesday, September 29, 2020

পারকিনসন রোগ কি ও উপসর্গ

পারকিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা, যেখানে হাতে পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগীর নড়াচড়া, হাঁটাহাঁটি করতে সমস্যা হয় রোগ সাধারণত ৫০ বছর বয়সের পরে হয় তবে ব্যাতিক্রম হিসেবে যুবক-যুবতীদেরও হতে পারে এই ক্ষেত্রে রোগটি তার বংশে রয়েছে বলে ধরা হয়

স্নায়ু কোষ বিভিন্ন ধরণের রাসায়নিক পদার্থ তৈরী করে থাকে, যার একটি হলো ডোপামিন ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশী কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায় বয়স বাড়ার সাথে সাথে পারকিনসনের কারণে রোগীর মাংসপেশি আরও অকার্যকর হয়ে উঠেফলে রোগীর চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে পরে

পারকিনসন রোগ সাধারণত ধীরে ধীরে প্রকট রূপে দেখা দেয় প্রাথমিক অবস্থায় রোগী হালকা হাত বা পা কাঁপা অবস্থায় থাকে ফলে চলাফেরা বিঘ্নিত হয় এছাড়াও চোখের পাতায় কাঁপুনি, কোষ্ঠকাঠিন্য, খাবার গিলতে কষ্ট হওয়া, সোজাসুজি হাঁটার সমস্যা, কথা বলার সময় মুখের বাচনভঙ্গি না আসা অর্থাৎ মুখ অনড় থাকা মাংসপেশিতে টান পড়া বা ব্যাথা হওয়া, নড়াচড়া কষ্ট হওয়া যেমন চেয়ার থেকে উঠা কিংবা হাঁটতে শুরু করার সময় অসুবিধে হওয়া- এই ধরনের নানা উপসর্গ দেখা দিতে শুরু করে ডাক্তারের পরামর্শে নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ, পরিমিত খাদ্য গ্রহণ এবং সুশৃংখল জীবন যাপন করার মাধ্যমে রোগী অনেকটা সুস্থ থাকে

No comments:

Post a Comment

Post Top Ad