এপিলেপসির লক্ষণ ও উপসর্গ - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Monday, September 28, 2020

এপিলেপসির লক্ষণ ও উপসর্গ

 

এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ, যাতে আক্রান্ত ব্যাক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পরে এই রোগকে মৃগী রোগও বলা হয় অনেক ক্ষেত্রে এই রোগের কারণে অক্রান্ত ব্যাক্তি হঠাৎ করেই সাময়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, শরীর কাঁপুনি খিঁচুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পরে আগুন বা পানির সাথে এপিলেস্পির লক্ষণ প্রকাশ পাওয়ার কোনো সম্পর্ক নেই কিন্তু রোগাক্রান্ত অবস্থায় কোথাও পরে গেলে রোগী নিজ শক্তিতে উঠতে পারে না এই কারণে এসব রোগীকে জলাশয় বা আগুন কিংবা অন্যান বিপদজনক বস্তু বা স্থান থেকে দূরে রাখতে হয়

এপিলেপসির মূল কারণ এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি স্ট্রোকে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা দেয় মাথায় আঘাতের কারণে ম্যানিনজাইটিস, এনসেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমার ইত্যাদি কারণে এপিলেপসির উপসর্গ দেখা দেয় এপিলেপসি যেকোনো বয়সে হতে পারে কোনো কোনো এপিলেপসির কোনো দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব নেই আবার কোনটা মস্তিষ্কের স্থায়ী  ক্ষতি করতে পারে তাই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এপিলেপসির ধরণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন

No comments:

Post a Comment

Post Top Ad