খাদ্য ভেজাল ও রঞ্জকের ব্যবহার - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Saturday, September 26, 2020

খাদ্য ভেজাল ও রঞ্জকের ব্যবহার

 

এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের নির্মল পরিবেশের যেমন প্রয়োজন, তেমনি নিরাপদ খাদ্য গ্রহণ অপরিহার্য বর্তমানে বাজারে অনৈতিকভাবে খাদ্যে বিভিন্ন ধরণের ক্ষতিকর অস্বাস্থকর রাসায়নিক দ্রব্য ভেজাল রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করে সেগুলো বিক্রি করা হয় এর ফলে জনস্বাস্থ এখন হুমকির সম্মুখীন সাস্থ বিপর্যয়ের এই ঝুঁকির ধারা চলতে থাকলে রোমানদের মতো আমরাও একদিন বড় ধরণের বিপর্যয়ের সম্মুখীন হব একসময় রোমবাসী যে পানীয় পান করতো তা

সিসার তৈরী ছিল যার ফলে পানকারী কোনো না কোনোভাবে সিসার বিষাক্ততার শিকার হয়েছে এবং বিকলাঙ্গ প্রজন্মের জন্ম দিয়েছে বাংলাদেশে খাদ্যে বিভিন্ন প্রকারের ভেজাল মেশানো হয় এর মধ্যে বাণিজ্যিক রং, এন্টিবায়টিক, কীট বালাইনাশক, ফরমালিন, হেভি মেটাল উল্লেখযোগ্য যেসব মাছ, গৃহপালিত পশু হাঁস মুরগিকে অনুমোদিত ছাড়া দ্রব্য দিয়ে তৈরী খাদ্য খাওয়ানো হয় সেগুলো মানবশরীরের জন্য হুমকিস্বরূপ

No comments:

Post a Comment

Post Top Ad