শিশুর সর্দি কাশি নিরাময়ে যা যা করণীয় - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Friday, August 28, 2020

শিশুর সর্দি কাশি নিরাময়ে যা যা করণীয়

 

সর্দি-কাশি

আমাদের দেশে ঋতুর সংখ্যা ছয়টিএই ঋতুগুলো পরিবর্তন হওয়ার পাশাপাশি আবহাওয়ারও পরিবর্তন হয় এই আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এর মধ্যে সর্দি-কাশি অন্যতম যখন আবহাওয়া প্রচন্ড গরম কিংবা প্রচন্ড ঠান্ডা হয় তখন শিশু বাচ্চারা এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারে না, যার কারণে শিশুর ঠান্ডা লেগে যায় এবং সর্দি-কাশিতে ভোগে তবে সর্দি-কাশি প্রাণ-সংশয়কারী নয় এটি মারাত্মক হয় তখন, যখন বুকের ভিতরে বসে যায় এবং বুকে কফ জমে থাকে এই কফ জমে থাকার কারণে শিশু বাচ্চার শ্বাসকষ্টও হতে পারে শিশুর সর্দি-কাশি যদি দীর্ঘস্থায়ী হয় তখন শিশুর নিউমোনিয়া পর্যন্ত হতে পারে


শিশুর এই সর্দি-কাশি নিরাময়ের জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে :-

. শিশুর সর্দি-কাশি হলে, শিশুর খাবার সবসময় গরম করে রাখতে হবে এবং গরম অবস্থায় তাকে খাওয়াতে হবে তাছাড়া পানির সাথে আদা কুঁচি কুচি করে সেই পানি গরম করে শিশুকে খাওয়াতে হবে

. ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে শিশু দুর্বল হয়ে পরে, তাই শিশুর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে যাতে করে শরীরের রোগ-জীবাণু কিংবা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি যোগায়

. শিশুকে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে  

. শিশুকে আদা রসুনের স্যুপ খাওয়াতে হবে, এতে করে শিশুর বুকে জমে থাকা কফ গলে যাবে এবং শিশুর শক্তি যোগাতে সাহায্য করবে

. শিশুর তরল খাবারের সাথে এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খাওয়াতে হবে, এটি শিশুর সর্দি-কাশি কমাতে সাহায্য করবে

. শিশুর নাক বন্ধ থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যবহার করা যেতে পারে

. গরম পানি করে শিশুকে খাওয়াতে হবে, এতে শিশুর বুকে জমে থাকা কফ পরিষ্কার হয়ে যাবে


No comments:

Post a Comment

Post Top Ad