রক্তের সাধারণ কাজ কি কি - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Thursday, August 27, 2020

রক্তের সাধারণ কাজ কি কি

রক্ত

প্রাণীদের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, অন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু

রক্তের সাধারণ কাজ

শ্বাসকার্য : রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড কে  ফুসফুসে পরিবহন করে লোহিত কণিকা রক্তরস প্রধানত কাজটি করে

হরমোন পরিবহন : অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্সিত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে

খাদ্যসার পরিবহন : দেহের সঞ্চয় ভান্ডার থেকে এবং পরিপাক খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে

বর্জ্য পরিবহন : নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোকে কিডনি বা বৃক্কে পরিবহন করে

উষ্ণতা নিয়ন্ত্রণ : দেহে তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে

রোগ প্রতিরোধ : দেহে রোগজীবাণু প্রবেশ করলে মনোসাইট নিউট্রোফিল জাতীয় শেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে লিম্ফোসাইট জাতীয় শেত কণিকা এন্টিবডি গঠন করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণুর আক্রমণকে প্রতিহত করে  


No comments:

Post a Comment

Post Top Ad