ভিটামিন C খেলে যা হয় - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Thursday, August 27, 2020

ভিটামিন C খেলে যা হয়

 

ভিটামিন C

ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য

শাক-সবজি ফল-মূলে প্রচুর পরিমানে ভিটামিন পাওয়া যায় বিশেষ করে, টাটকা শাক-সবজি  টাটকা ফলে ভিটামিন C পাওয়া যায় শাক-সবজির মধ্যে মুলাশাক, ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, কাঁচা মরিচ, ফুল কপি, করলে ইত্যাদিতে ভিটামিন C আছে ফলের মধ্যে ভিটামিন C এর উৎস আমলকি, কমলালেবু, লেবু, টমেটো, আনারস, পেয়ার ইত্যাদি শুকনো ফল বীজে এবং টিনজাত খাদ্যে ভিটামিন C থাকে না


ভিটামিন C শরীরে যেসব কাজ করে থাকে সেগুলো হলো :-

. ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষ সমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত তৈরি করে

. শরীরের ক্ষত পূর্ণ গঠন করতে সাহায্য করে

. ত্বক মসৃন এবং উজ্জ্বল রাখে

. স্নেহ, আমিষ এমাইনো এসিডের বিপাকীয় কাজে ভিটামিন C গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

. রোগ প্রতিরোধ করে


ভিটামিন C এর অভাবে যেসব রোগ হয় তা হলো :-

. স্কার্ভি (দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া) রোগ হয়

. অস্থির গঠন শক্ত মজবুত হতে পারে না

. ত্বকে ঘা হয় ক্ষত শুকাতে সময় লাগে

. দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যায়, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পরে

. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে


No comments:

Post a Comment

Post Top Ad