পানি কেন প্রয়োজন - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Thursday, October 8, 2020

পানি কেন প্রয়োজন

পানি খাদ্যের একটি প্রধান উপাদান মানবদেহের জন্য পানি অপরিহার্য দেহের গঠন এবং অভ্যান্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না আমাদের দৈহিক ওজনের ৬০-৭৫ শতাংশ হচ্ছে পানিআমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন

দেহকোষ গঠন এবং কোষের যাবতীয় শারীরিবৃত্তিয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব না পানির মাধ্যমে শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান শরীরের বিভিন্ন জায়গায় পরিবাহিত হয় এটি জীবদেহে দ্রাবকের কাজ করে, খাদ্য উপাদানের পরিপাক পরিশোষণের সাহায্য করে বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, এমোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে পানি মূত্র ঘাম হিসেবে শরীর থেকে বের করে দেয় এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃস্বরণ এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে

শরীরে পানির উৎসঃ-

  • খাবার পানি, পানীয় যেমন: চা, দুধ, কফি, শরবত
  • বিভিন্ন খাদ্য যেমন: শাক-সবজি ফল

শরীরে পানির অভাব হলে তিব্র পিপাসা হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, ত্বক কুঁচকে যায় পানির অভাবে স্নায়ু পেশী দুর্বল হয়ে পড়ে দেহে অম্ল ক্ষারের সমতা নষ্ট করে এসিডোসিস রোগের সৃষ্টি হয় শরীরে পানি ১০ শতাংশ কমে গেলে সংজ্ঞা লোপ পায়, এমনকি মৃত্যুও ঘটতে পারে অত্যাধিক বমি, ডায়রিয়া ইত্যাদি কারণেও শরীর থেকে অনেক পানি বের হয়ে যেতে পারেশরীরে পানির অভাব নিরসনের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে শরীর থেকে যে পরিমান পানি লবন বের হয়ে যায়, খাবার স্যালাইন তা পূরণ করে শরীরে পানি লবণের ভারসাম্য ঠিক রাখে

No comments:

Post a Comment

Post Top Ad