পুষ্টির অভাবজনিত: গয়টার বা গলগন্ড রোগ - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Sunday, September 20, 2020

পুষ্টির অভাবজনিত: গয়টার বা গলগন্ড রোগ

 

গয়টার

প্রচলিত অর্থে গলগন্ড বলতে থাইরয়েড গ্রন্থির যেকোনো ফোলাকে বোঝায় গলগন্ডের কিছু বিশেষ ধরনকে চিকিৎসাবিজ্ঞানে গয়টার নাম ডাকা হয়, অর্থাৎ সব গলগন্ড গয়টার নয় টিউমার, ক্যান্সার, প্রদাহসহ নানা কারণে থাইরয়েড ফুলে যেতে পারে, সেগুলো গয়টার নয় আবার, গয়টার থাইরয়েড গ্রন্থির কোনো নির্দিষ্ট রোগ বোঝায় না, বরং থাইরয়েডের বিভিন্ন রোগের এক সাধারণ বহিঃপ্রকাশ বোঝায় নানা কারণে গয়টার হট পারে খাবারে আয়োডিনের অভাব গয়টার তথা গলগন্ডের অন্যতম কারণ সমুদ্র থেকে দূরে উত্তর বঙ্গ এবং পার্বত্য এলাকায় মাটিতে আয়োডিন কম থাকায় ওই সব অঞ্চলের মানুষের এই সমস্যা বেশি দেখা যায়

No comments:

Post a Comment

Post Top Ad