অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গ - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 16, 2020

অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গ

 

অ্যাপেন্ডিসাইটিস               

পেটের ডান দিকের নিচে বৃহদন্ত্রের সিকামের সাথে এপেনডিক্স যুক্ত থাকে এটি আঙুলের আকারের একটি থলে এপেন্ডিক্সের সংক্রমণের কারণে এপেন্ডিসাইটিস হয় রোগে প্রথমে নাভির চারদিকে ব্যাথা অনুভব হয় এবং ব্যাথা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তল-পেটের  ডান দিকে সরে যায় ক্ষুধামন্দা, বমি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ দেখা দেয়

রোগের প্রতিকারে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনে শল্যচিকিৎসার মাধ্যমে এপেন্ডিক্স অপসারণের ব্যবস্থা করতে হবে এপেন্ডিক্সের সংক্রমণ মারাত্মক হলে এটি ফেটে যেতে পারে এবং রোগীর মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে 


No comments:

Post a Comment

Post Top Ad