ভিটামিন A উৎস, অভাবজনিত রোগ ও প্রতিকার - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 26, 2020

ভিটামিন A উৎস, অভাবজনিত রোগ ও প্রতিকার


ভিটামিন A

প্রাণিজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কড মাছে প্রচুর পরিমান ভিটামিন A পাওয়া যায় উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক-সবজি (লালশাক, কচুশাক,পুঁইশাক, পাটশাক,কলমিশাক, ডাটাশাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি ) এবং বিভিন্ন ধরনের ফল যেমন :- আম, পাকা পেঁপে,কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমানে ভিটামিন A রয়েছে

ভিটামিন A যেসব উপকারে আসে :-

. দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে

. দেহের বিভিন্ন আবরণী কলা যেমন :- ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক সজীব রাখে

. হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে

. দৃষ্টি শক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে

. দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে

অভাবজনিত রোগ প্রতিকার

ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়, এই রোগ দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে, এই অবস্থাকে জেরোপথলিমিয়া রোগ বলে এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি চোখ অন্ধকার হয়ে যায় ভিটামিন A এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দেয় ভিটামিন A এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে


No comments:

Post a Comment

Post Top Ad