কালোমেঘের পাতার ঔষধি গুণাগুণ ব্যবহার ও উপকারিতা - হেলথি টিপস ফর বিডি: স্বাস্থ সম্পর্কিত সকল তথ্য ও স্বাস্থকে ভালো রাখার উপায়

আপডেট

Post Top Ad

Post Top Ad

Thursday, July 30, 2020

কালোমেঘের পাতার ঔষধি গুণাগুণ ব্যবহার ও উপকারিতা



কালোমেঘ : এটি একটি ছোট বীরুৎ জাতীয় উদ্ভিদ সাধারণত ২০ সেমি থেকে মিটার উঁচু হয় পাতা সরল, প্রতিমুখ, কিছুটা লম্বা ধরনের পাতা তিতা বর্ষার শেষ হতে শীতকাল পর্যন্ত ফুল ফল হয়


ব্যবহার্য অংশ : সমস্ত গাছ, বিশেষ করে পাতা


ব্যবহার : ছোট ছেলে - মেয়েদের জ্বর, অর্জীর্ণ লিভার দোষে এর রস একটি অত্যান্ত ভালো

কালমেঘ পাতা রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে এছাড়া এতে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে ফলত আমাদের ত্বকের নানারকম সমস্যার  ক্ষেত্রে কালমেঘ পাতা অত্যন্ত্য কার্যকরী এছাড়া কালমেঘ পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে


আলসার প্রতিরোধক হিসেবে কালমেঘ পাতার রস খাওয়া হয়কালমেঘ পাতা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করেএছাড়া এর নিয়মিত সেবন আমাদের শারীরিক শক্তি কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে অনিয়মিত মাসিক এর সমস্যা বা এর থেকে হওয়া নানা রকম অবাঞ্চিত সমস্যার ক্ষেত্রে কালমেঘ পাতার রস উপকারী

সর্প দংশন বা বিছে বা এই ধরণের বিষাক্ত প্রাণীর কামড়ের উপশম হিসেবে কালমেঘ পাতার সাথে পুরো গাছ টিকেই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠ রোগ এবং কলেরার চিকিৎসা করতে কালমেঘপাতা ব্যবহৃত হয় তবে গর্ভবতী মহিলাদের কালমেঘ পাতার সেবন একেবারেই উচিত নয়


No comments:

Post a Comment

Post Top Ad